
সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কাউকে ছাড় দেব না: দুদক চেয়ারম্যান
জয়পুরহাটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মাদ আবদুল মোমেন বলেছেন, প্রথমত এই সরকার দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছে না, যার বিরুদ্ধেই অভিযোগ হোক। ইতোমধ্যে আপনারা হয়তো শুনেছেন, আমাদের উপদেষ্টাদের কথাও কেউ কেউ বলেছেন। সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আমরা কাউকেই ছাড় দেব না। আমরা প্রত্যেকের দুর্নীতি, যদি অভিযোগ থাকে, অভিযোগ যদি সুনির্দিষ্ট হয়, আমরা তদন্ত করে একটা একটা করে দেখব। আমরা আমাদের কার্যক্রম আপনাদের সহযোগিতায় সঠিকভাবে চালিয়ে যাব বলে বিশ্বাস করি।