ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও হামলার ঘটনায় হাসিনা ও ওসির বিরুদ্ধে মামলা
ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ধামরাই থানার সাবেক ওসিসহ ৩৪৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হয়েছে। অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করে ধামরাই থানায় মামলা করা হয়। ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও হামলার ঘটনায় শুক্রবার ধামরাই থানায় এ মামলা করেন আন্দোলনে গুলিবিদ্ধ শরিফুল ইসলাম সুজন (২৮) নামে এক ব্যক্তি। তিনি সাভারের আশুলিয়া থানার খেজুরটেক এলাকার আব্দুর রশিদ প্রামাণিকের ছেলে।