
২০০ আধুনিক হেলিকপ্টার কিনছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়
আনুষ্ঠানিকভাবে ২০০টি হালকা বহুমুখী আধুনিক হেলিকপ্টার (এলইউএইচ) কেনার প্রক্রিয়া শুরু করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন। এর মধ্যে ১২০টি পাবে সেনাবাহিনীর ‘আরমি অ্যাভিয়েশন কোর’ এবং ৮০টি যাবে বিমানবাহিনীর ঘরে।