
এবার ব্রাজিলের বিচারপতির ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার গভীর রাতে ঘোষণা করেছেন যে, ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস, তার আদালতের মিত্র এবং তাদের নিকট আত্মীয়দের ভিসা বাতিল করা হয়েছে। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বোলসোনারোর বিরুদ্ধে চলমান ‘রাজনৈতিক খোঁজাখুঁজি ও নিপীড়নের’ প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।