
ইউএনও কার্যালয়ের কর্মচারীকে যুবদল নেতার মারধর, প্রতিবাদে মানববন্ধন
যশোরের মনিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক শাহিন আলমকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছেন ইউএনও নিশাত তামান্না ও সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুমসহ কর্মকর্তা-কর্মচারীরা।