-68863eaee7bba.jpg)
জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়ে যা বললেন উপদেষ্টা
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জাতিসংঘ অফিস করতে চাচ্ছে মানে এই না যে, এখন আমাদের মানবাধিকারের অবস্থা খারাপ। এটা হলো- একটা অফিস থাকলে যেই ক্ষমতায় আসুক আমাদের মানবাধিকার রক্ষার বিষয়ে আমরা খুবই সচেতন, যেন আমরা সেটা রক্ষা করতে পারি। যেহেতু জাতিসংঘ এ ব্যাপারে সক্রিয়, তারা তাদের অফিস রেখে এটা করতে চাচ্ছে। আমরা সেটাতে সম্মতি জানিয়েছি।