এ দেশে আওয়ামী লীগকে আর পুনর্বাসন করতে দেওয়া হবে না: বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ
বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর পুনর্বাসন করতে দেওয়া হবে না। যে আওয়ামী লীগ আমাদের ও বাংলদেশকে শোষণ করেছে, চাঁদাবাজি করেছে সেই আওয়ামী লীগের আর এ দেশে ঠাঁই নেই। আমরা ১৭ বছর কষ্ট করেছি তাই এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এখন আমরা এক পরিবার হয়ে থাকতে চাই। আমাদের মধ্যে অহংকার বিভেদ ভুলে যেতে হবে।