
সাংবাদিক ইলিয়াসকে সোহেল তাজের চ্যালেঞ্জ
‘বিডিআর বিদ্রোহ’ বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন ৫৭ সেনা কর্মকর্তা। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার অফিশিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে সোহেল তাজ জড়িত থাকার সম্ভাবনা আছে। সেনা সূত্রে এ তথ্য আমি জানতে পেরেছি। তাই তিনি যেন আপাতত দেশের বাইরে যেতে না পারেন।