Web Analytics
Bangla
Loading date...
RECENT THREADS SOCIAL PAGE LOGIN

Bangladesh’s International Crimes Tribunal-1 has begun reading the verdict in a high-profile genocide and crimes against humanity case against former Prime Minister Sheikh Hasina, ex-Home Minister Asaduzzaman Khan Kamal, and former Inspector General of Police Chowdhury Abdullah Al Mamun. The three-member tribunal, led by Justice Md Golam Mortuza Mojumdar, started the proceedings at 12:30 p.m. on Monday. Prosecutors submitted an 8,747-page case file containing evidence, witness lists, and documentation of alleged atrocities. The charges stem from the July–August 2024 protests, during which Hasina allegedly ordered security forces, ruling party activists, and affiliated groups to suppress demonstrators, resulting in over 1,500 deaths and 25,000 injuries. One of the most cited incidents was the killing and burning of student protesters in Ashulia on August 5 during the 'March to Dhaka' movement. The tribunal’s verdict is expected to determine accountability for these alleged crimes against humanity.

Card image

News Source

Amar Desh 17 Nov 25

অডিও-ভিডিও’র তথ্যউপাত্ত ও ফোনালাপের বিবরণ উঠে এসেছে রায়ে

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় পড়া হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রায়ের শেষ অংশ পড়া শুরু করেছে ট্রাইব্যুনাল, যেখানে আসামিদের সর্বোচ্চ শাস্তির পক্ষে–বিপক্ষের যুক্তিতর্কের বিবরণ চলছে।

Amar Desh 17 Nov 25

রায়ে হাসিনার বিরুদ্ধে স্থান পেল যেসব অভিযোগ

আজ রায় হতে যাওয়া মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়, ষড়যন্ত্র, উসকানি, গণহত্যা, পরিকল্পনাসহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Jugantor 17 Nov 25

রায় শুনতে ট্রাইব্যুনালে একই কাতারে ছাত্রনেতারা

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় পড়া শুরু করেন। এ সময় উপস্থিত থাকতে দেখা যায় বেশ কয়েকজন ছাত্রনেতাকে। তাদের মধ্যে রয়েছেন- ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ, ছাত্রদলের ভি পি প্রার্থী আবিদ এবং জিএস প্রার্থী হামিম।

Amar Desh 17 Nov 25

রায় ঘোষণার আগে হাসিনা-তাপসের ফোনালাপ পড়ে শোনালেন বিচারক

আজ দুপুর ১২টা ৩৪ মিনিটে হাসিনার রায় পড়া শুরু করেন বিচারক গোলাম মর্তূজা। গত বছরের জুলাই আন্দোলনের সময় শেখ ফজলে নূর তাপসের সাথে হাসিনার কথোপকথনের কল রেকর্ড পড়েন বিচারক।

Amar Desh 17 Nov 25

হাসিনার যে শাস্তি চান মামলার সাক্ষী দুই চিকিৎসক

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ তিন আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছেন সাক্ষীরা। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশের আগে সাংবাদিকদের কাছে তারা এসব কথা বলেন। তারা বলেছেন, আদেশ দিয়ে ক্ষান্ত হলেই চলবে না, তাদের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে।

Jugantor 17 Nov 25

৪৫৩ পৃষ্ঠার রায়, ছয় ভাগে ঘোষণা হবে

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার রায় বলেছেন, এই রায় ৪৫৩ পৃষ্ঠার এবং ছয় ভাগে রায় ঘোষণা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন।

Amar Desh 17 Nov 25

হাসিনার রায়ে যে দুই বিষয়ে অগ্রাধিকার

প্রতিবেদনে প্রধান যে অভিযোগ আনা হয় সেগুলো হলো- সরাসরি আদেশ অর্থাৎ শেখ হাসিনা রাষ্ট্রের সব বাহিনী, তার দল আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলো বিশেষ করে ছাত্রলীগ-যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র ক্যাডারদের বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি নির্দেশ দেন। গণহত্যা ও নির্যাতন হাসিনার নির্দেশের ফলে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত এবং ২৫ হাজারের বেশি আহত, অঙ্গহানি এবং নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। ৫ আগস্ট এক দফা বাস্তবায়নের দাবিতে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে আসার সময় আশুলিয়ায় ছাত্রদের গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়া হয়, যার মাঝে একজন জীবন্তও ছিল।

Amar Desh 17 Nov 25

হাসিনার রায় ঘোষণায় কত সময় লাগতে পারে, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণায় সর্বোচ্চ ঘণ্টাখানেক সময় লাগতে পারে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে বলেও জানান তিনি।

Amar Desh 17 Nov 25

বড় পর্দায় হাসিনার রায় দেখতে টিএসসিতে জনতার ভিড়

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের প্রথম রায় সরাসরি দেখছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সরাসরি সম্প্রচারের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

Amar Desh 17 Nov 25

গণহত্যা মামলায় হাসিনার রায় পড়া চলছে

জুলাই অভ‍্যুত্থানে ক্ষমতাচ‍্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় পড়া শুরু চলছে।

Jugantor 17 Nov 25

জুলাই গণহত্যা: হাসিনার মামলার রায় পড়া শুরু

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায় পড়া শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Ittefaq 17 Nov 25

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় পড়া শুরু

জুলাই গণআন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় পড়া শুরু হয়েছে।

Daily Amardesh 17 Nov 25

গণহত্যা মামলায় হাসিনার রায় পড়া শুরু | আমার দেশ

আমার দেশ অনলাইন জুলাই অভ‍্যুত্থানে ক্ষমতাচ‍্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় পড়া শুরু হয়েছে। সোমবার সাড়ে ১২টার দিকে আন


The ‘1 Nojor’ media platform is now live in beta, inviting users to explore and provide feedback as we continue to refine the experience.