
ধর্ষণের বিরুদ্ধে এবার মহিলা জামায়াতের মানববন্ধন
ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। এ সময় তারা ৫ দফা দাবি উত্থাপন করেন। ধর্ষণের ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে মানববন্ধন থেকে বলা হয়, বিগত স্বৈরাচার সরকারের ছত্রছায়ায় ধর্ষণের ঘটনা সমাজে বিস্তার করেছে। ছাত্রলীগ নেতা ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছে, কিন্তু আওয়ামী লীগ সরকার তার বিচার করেনি। এতেই স্পষ্ট আওয়ামী লীগ ধর্ষণের বিস্তার ঘটিয়েছে। শিক্ষাব্যবস্থায় নৈতিকতার কোনো উপাদান নেই। শিক্ষা ব্যবস্থায় ধস নামার কারণেই সমাজের আজ করুণ পরিণতি।