-67cc5cdd836b0.jpg)
ইউরোপকে প্রতিরক্ষা উৎপাদন বাড়াতে বলছে ন্যাটো
সীমান্ত সুরক্ষিত রাখতে ইউরোপকে প্রতিরক্ষা উৎপাদন বাড়াতে বলছে ন্যাটো। শনিবার জার্মানির সাপ্তাহিক পত্রিকা (রোববার) ওয়েল্ট অ্যাম সোন্ট্যাগকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। রয়টার্স।