আমিরাতের অভিজ্ঞতা তাবিথকে শোনালেন আফঈদারা
আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে সোমবার সকালে দেশে ফিরেছেন আফঈদা খন্দকাররা। বিশ্রাম নিয়ে বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সভায় বসেন তারা। সভায় বাফুফে সভাপতি বলেন, ‘আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ থেকে জানলাম আমাদের দুর্বলতা কোথায়। সামনে আরও নিবিড় অনুশীলন হবে। জুনে এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট রয়েছে। পেরোতে পারলে ২০২৬ এশিয়া কাপ। বাছাইপর্ব উতরাতে না পারলেও সামনে আরও অনেক ম্যাচ রয়েছে। আগামী দুই বছর ঠাসা সূচি তোমাদের। আশা করি খেলা বন্ধ থাকবে না।’