‘জামায়াত ক্ষমতায় গেলে জবাবদিহির অনুভূতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে’
জামায়াতের রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা উল্লেখ করে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ আমাদের ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে সব ক্ষেত্রে আল্লাহতায়ালা ভয় ও জবাবদিহির অনুভূতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে। দুনিয়ার কোনো পরাশক্তির কাছে মাথানত করা হবে না। তিনি দেশ ও জাতির কল্যাণে নতুন প্রজন্মকে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।