ইংল্যান্ড যাওয়ার আগে যা বললেন হামজা
চেষ্টা করেছিলেন, সুযোগও তৈরি এনেছিলেন হামজা চৌধুরী। ভাগ্য পক্ষে আসেনি। বাকিদের দারুণ লড়াইয়ের দিনেও দেখতে হয়েছে হার। তবে এতটুকুতেই ভেঙে পড়তে চান না বাংলাদেশের ফুটবলের সুপারস্টার। ইংলিশ লিগে খেলা হামজা অবশ্য বদ্ধপরিকর, ‘সবে শুরু, যেখানে যেতে চাই শীঘ্রই সেখানে পৌঁছাবো।’