বাংলাদেশের পণ্যে শুল্ক আরোপ করা উচিত হয়নি: ক্রুগম্যান
বাংলাদেশের পোশাকে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি বলে মনে করেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। এ ধরনের সিদ্ধান্তে মার্কিন ক্রেতাদের জীবন বিঘ্নিত হবে। এতে মার্কিন নাগরিকদের জীবন আরও নিরাপদ হবে-সেই সম্ভাবনা নেই, বরং মার্কিনিদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। নিউইয়র্ক টাইমসকে (এনওয়াইটি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।