
হাসিনার রাতের ভোটের এমপি মোজাম্মেল
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, গত ৩০/৪০ বছর কালিয়াকৈরের মানুষ এমপি হতে পারেনি। তিনবার এমপি হয়েছে শ্রীপুরের রহমত আলী। এলাকার ভোটার না হয়েও বারবার শেখ হাসিনার রাতের ভোটের এমপি হয়েছিলেন আ ক ম মোজাম্মেল হক। যার বাড়ি গাজীপুর সদরে। তাকে মন্ত্রী বানানো হলেও আমাদের কোনো উপকারে আসেনি।