-68865bfa9a3c1.jpg)
আসামির সংখ্যা অস্বাভাবিক হওয়ায় তদন্তে বিলম্ব হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গত এক বছরে বিচারিক কার্যক্রম যতটুকু এগোনোর কথা, হয়তো পুরোটা হয়নি, তবে অগ্রগতি হয়েছে। চট্টগ্রামসহ বেশকিছু মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। তবে চার্জশিটে আসামির সংখ্যা অস্বাভাবিক হওয়ায় তদন্তে বিলম্ব হচ্ছে। নির্দোষদের আসামি না করা এবং বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার বিষয়ে সরকার কাজ করছে।