
ছাত্রজনতা নব্য ফ্যাসিবাদকে রুখে দিতে শহিদ হতেও প্রস্তুত: শিবির সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের স্পিড হচ্ছে- অন্যায় অবিচার জুলুম চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো; কিন্তু কেউ কেউ এ স্পিডকে ভুলে গিয়ে ব্যক্তি ও দলীয় স্বার্থে ক্ষমতালোভী হয়ে নব্য ফ্যাসিবাদী হিসেবে আবির্ভূত ও ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তা কখনো সফল হবে না। আবারও দেশপ্রেমিক সৎ ও খোদা ভীরু নির্ভীক তাকওয়ার গুণাবলীসম্পন্ন ছাত্র-জনতা নব্য ফ্যাসিবাদকে রুখে দিতে রক্তদান ও শহিদ হতে প্রস্তুত আছে।