
অবৈধভাবে চললেও মোবাইল কোর্টে বৈধতা পেল বেসরকারি হাসপাতাল
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কোন হাসপাতাল বা ক্লিনিক পরিচালনা করার বিধান নেই। কেউ পরিচালনা করলে তা অবৈধ হবে। অথচ মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত সিটি হাসপাতালটি অবৈধভাবে (পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া) পরিচালিত হলেও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট হাসপাতালে অভিযান চালিয়ে সঠিকভাবে চলছে বলে ঘোষণা দিয়ে এসেছে।