
নিরাপত্তায় থাকা শতাধিক পুলিশকে বরখাস্ত করল পাকিস্তান
২৯ বছর পর পাকিস্তানে ফিরেছে আইসিসির কোনো টুর্নামেন্ট। সফলভাবে আসরটি আয়োজনে নিরাপত্তার প্রশ্নে একচুলও ছাড় দিচ্ছে না দেশটি। তবে ক্ষোভ ছড়িয়েছে পড়েছে পুলিশে। নির্দেশনা না মানা এবং অতিরিক্ত ডিউটিতে বিরক্ত দেশটির পুলিশ। চাকরিও হারিয়েছে শতাধিক নিরাপত্তা কর্মী।