আর্থিক ও কারিগরি সহায়তা দিতে চায় আইএমএফ-বিশ্বব্যাংক
আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সুপারিশ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ঘিরে কর্মকর্তাদের আন্দোলনের ফলে রাজস্ব আদায় কার্যক্রম ভেঙে পড়েছে। ব্যবসা-বাণিজ্যও চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এর মধ্যেই সার্বিক রাজস্ব খাত সংস্কার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইএমএফ। তারা এনবিআর চেয়ারম্যানের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। এদিকে বিশ্বব্যাংকও এনবিআর সংস্কার ও রাজস্ব আদায় কার্যক্রম বাড়াতে আর্থিক ও কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে।