সাতকানিয়ায় মিলল বিপন্ন প্রজাতির মেছো ঈগল
চট্টগ্রামের সাতকানিয়ার একটি বিপন্ন প্রজাতির পলাশ মেছো ঈগল উদ্ধার করেছ বন বিভাগ। শনিবার (২৯ নভেম্বর) সকালে সাতকানিয়া উপজেলার উত্তর ছদাহা এলাকা থেকে পলাশ মেছো ঈগলটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঈগলটি সু-চিকিৎসার জন্য ডুলাহাজারা সাফারি পার্কে হস্