কলম্বিয়ায় ১৪ টন কোকেনের চালান জব্দ | আমার দেশ
আমার দেশ অনলাইন কলম্বিয়া এক দশকের মধ্যে সবচেয়ে বড় কোকেনের চালান জব্দ করেছে। দেশটির প্রশান্ত মহাসাগরীয় প্রধান বন্দর বুয়েনাভেন্তুরা থেকে ১৪ টন কোকেন জব্দ করা হয়। এরআগে কলম্বিয়ার মাদকবিরোধী প্রচেষ্টাকে অপর্যাপ্ত বলে সমালোচনা করে ওয়াশিংটন। খবর টিআর