
নির্বাচন বিলম্বিত হলে রাজপথে নামবে বিএনপি: প্রিন্স
অন্তর্বর্তী সরকারের প্রতি আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি সরকারকে সমর্থন করছে। কিন্তু নির্বাচন বিলম্বিত হলে ও জনগণ অধৈর্য হয়ে পড়লে আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে দ্বিধা করব না।