
আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে সতর্ক বিএনপি: নজরুল ইসলাম খান
আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর প্রস্তাব নিয়ে সতর্ক অবস্থান ব্যক্ত করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই পদ্ধতি প্রয়োগের আগে জনগণের মতামত নেওয়ার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, জনগণের সম্মতি ছাড়া কোনো ধারণার ভিত্তিতেই নির্বাচন হতে পারে না।