
আট বছরেও সমাধানহীন রোহিঙ্গা সংকট, গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টার
জাতিসংঘ সাধারন অধিবেশনের ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আট বছর পেরিয়ে গেলেও মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিপীড়ন ও অধিকারবঞ্চনা অব্যাহত রয়েছে, যা গোটা অঞ্চলের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।