প্রতি আসনে ইসলামপন্থিদের একজন প্রার্থী দেখতে চায় দেশবাসী: মাসুদ সাঈদী
শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সন্তান, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় এ দেশের ইসলামপন্থিদের টেকসই ঐক্যের জন্য চেষ্টা করা হচ্ছে। যা কিছুই হোক না কেন, যত ষড়যন্ত্রই হোক না কেন- ইসলামী দলসমূহের নেতারা যদি কেউ আলাদা না হন, তাহলেই ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনা সম্ভব। আজকে বাংলাদেশের ওলামায়ে কেরামের হাতে অনেক বড় সুযোগ এসেছে। আমরা যদি এ সুযোগে ইসলামকে বিজয়ী করতে না পারি তবে আগামী দিনে এ জাতি আলেম সমাজসহ ইসলামী দলগুলির কাউকেই ক্ষমা করবে না।