-67bc2218bf363.jpg)
বিদেশি ঋণের বোঝা আজকে জন্ম নেওয়া শিশুর ঘাড়েও পড়ে: ডা. শফিকুর
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিদেশ থেকে যে ঋনের টাকায় উন্নয়ন করা হয় সে ঋণের বোঝা আজকে জন্ম নেওয়া শিশুর মাথায়ও পড়ে। ১০টাকার কাজের জায়গায় ১০০ টাকার বাজেট করা হয়। সে কাজে দেরি করিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়। আবার সেই কাজে বাজেট বৃদ্ধি করে সে টাকা লুটপাট করে বিদেশে পাচার করে বেগম পাড়া বানিয়েছে।