-67b4fd2b17178-688fc58dd44bd-689068b59ef52.jpg)
১১ মাসে দুদকে ১২৮২৭ অভিযোগ
২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত অর্থাৎ, গত ১১ মাসে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা পড়েছে ১২ হাজার ৮২৭টি। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৭৬৮টি অভিযোগ অনুসন্ধানের জন্য আমলে নেওয়া হয়। এ সময়ে ৩৯৯টি মামলা ও ৩২১টি মামলার চার্জশিট দেয় দুদক।