সততা দিয়ে আমাদের মানুষের মন জয় করতে হবে: আবদুস সালাম
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, মানুষ মনে করে বিএনপি হলো সৎ। বিএনপি কখনো অন্যায় করবে না। বিএনপি সততার দিক দিয়ে ১ নম্বর। কাজেই সেই সততা দিয়ে আমাদের মানুষের মন জয় করতে হবে। এখন অন্যরা চুরি করতেছে, আমাদের দু-একটা ছিটেফোঁটা থাকতে পারে; কিন্তু সেটার জন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। যদি এখনো কেউ থেকে থাকেন, তাহলে তাদের বলবেন সাইড লাইনে চলে যাওয়ার জন্য। তারা যেন লিডারশিপের ধারে কাছে না আসেন।