একটানা হাঁটায় চীনা রোবটের বিশ্বরেকর্ড!
চীনে তৈরি একটি হিউম্যানয়েড রোবট টানা ১০৬ কিলোমিটারের বেশি হেঁটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। পুরো পথজুড়ে রোবটটি একবারও থামেনি। শাংহাইভিত্তিক কোম্পানি অ্যাজিবটের তৈরি রোবটটির নাম এ-২। ১০ নভেম্বর রাতে সুচৌ থেকে যাত্রা শুরু করে ১৩ নভেম্বর ভো