
অভ্যুত্থানের পর দেশে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে: অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে দেশে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। এখন আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না। অতীতে সাধারণ মানুষের বিরুদ্ধে পুলিশের গায়েবি ও মিথ্যা মামলার যে অভিযোগ ছিল, সেটাও এখন আর শোনা যাচ্ছে না। এতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। গত এক বছরে কেউ রাজনৈতিক প্রতিহিংসার জেরে গুম হওয়ার ঘটনা হয়নি এবং রাতের আঁধারে তুলে নেওয়ার আতঙ্ক মানুষের মন থেকে দূর হয়েছে। হাতে গোনা কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেগুলো সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।