Web Analytics
Bangla
Loading date...
RECENT THREADS SOCIAL PAGE LOGIN

Attorney General Mohammad Asaduzzaman stated that since the July coup, there have been significant improvements in Bangladesh, with extrajudicial killings ceasing and police fabrications of disappearances and false cases dramatically reduced. This has restored a sense of relief among the public. Over the past year, no one has been disappeared for political revenge, and the fear of nighttime abductions has eased. Although a few isolated incidents have occurred, they are being thoroughly investigated. The AG highlighted the interim government’s focus on judicial reform and anti-corruption efforts, which have brought many corrupt and criminal individuals to justice. He urged that the nation look forward rather than dwell on the 1990s struggle, warning that forgetting past struggles might weaken future resistance.

Card image

News Source

Jugantor 09 Aug 25

অভ্যুত্থানের পর দেশে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে দেশে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। এখন আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না। অতীতে সাধারণ মানুষের বিরুদ্ধে পুলিশের গায়েবি ও মিথ্যা মামলার যে অভিযোগ ছিল, সেটাও এখন আর শোনা যাচ্ছে না। এতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। গত এক বছরে কেউ রাজনৈতিক প্রতিহিংসার জেরে গুম হওয়ার ঘটনা হয়নি এবং রাতের আঁধারে তুলে নেওয়ার আতঙ্ক মানুষের মন থেকে দূর হয়েছে। হাতে গোনা কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেগুলো সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।


The ‘1 Nojor’ media platform is now live in beta, inviting users to explore and provide feedback as we continue to refine the experience.