
পিআর পদ্ধতি ফ্যাসিবাদ ফিরে আসার পথ রুদ্ধ করবে: ডা. শফিকুর রহমান
প্রায় ১১ বছর পর ঢাকায় বিদেশি কূটনীতিকদের নিয়ে ইফতার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার রাজধানী গুলশানের হোটেল ওয়েস্টিনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিগত সময়ে ভেন্যু বুকিং ও আমন্ত্রণ জানালেও শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বাধার কারণে বাতিল করা হয়েছিল জানিয়ে কূটনীতিকদের উদ্দেশে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার এসব আয়োজন করতে দেয়নি। বাংলাদেশ যেন আর কখনো পথ হারিয়ে না ফেলে সেজন্য বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। জামায়াতে ইসলামী এ সংস্কার উদ্যোগকে স্বাগত জানায় এবং ইতোমধ্যেই বিভিন্ন পরামর্শ ও সুপারিশ প্রদান করেছে। বিশেষ করে বাংলাদেশে সমানুপাতিক প্রতিনিধিত্বশীল (পিআর) নির্বাচন ব্যবস্থা চালুর পক্ষে আমরা জোরাল মতামত ব্যক্ত করেছি। বিশ্বাস করি, এ ব্যবস্থায় জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে এবং ফ্যাসিবাদী শাসন পুনরায় ফিরে আসার পথও রুদ্ধ হবে।