চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কঠোর হাতে দমন করা হবে: উপদেষ্টা আসিফ
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, চাঁদাবাজদের স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের প্র্যাকটিস আর বরদাশত করা হবে না। চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কঠোর হাতে দমন করা হবে। ফ্যাসিবাদের আমল থেকে টোকেন দিয়ে চাঁদা আদায় করা একটা রেওয়াজে পরিণত হয়েছে। এখনো তা অব্যাহত রয়েছে। চাঁদাবাজরা মনে করছে এটা তাদের দায়িত্ব। এই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসতে হবে। চাঁদাবাজদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। আমি মুরাদনগরবাসিকে আহ্বান জানাচ্ছি আপনারা এসব চাঁদাবাজের সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন।