Web Analytics
Bangla
Loading date...
RECENT THREADS SOCIAL PAGE LOGIN

Following the posthumous Independence Award for Abrar Fahad, his brother Faiyaz expressed gratitude but stated, "True recognition of Abrar’s sacrifice will only come when future governments no longer need to compromise with Delhi to stay in power."

Card image

News Source

RTV 25 Mar 25

ক্ষমতায় আসতে যদি দিল্লীর সাথে আপস করা না লাগে তাহলেই আবরার ফাহাদের আত্মত্যাগের প্রকৃত স্বীকৃতি দেওয়া হবে: ফাইয়াজ

প্রতিবেশি দুই দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে ২০১৯ সালের ৬ অক্টোবর আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। এ পুরস্কার গ্রহণ করেছেন তার মা রোকেয়া খাতুন। 


The ‘1 Nojor’ media platform is now live in beta, inviting users to explore and provide feedback as we continue to refine the experience.