
হামাসের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করার বিপক্ষে ৬১ শতাংশ ইসরাইলি
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দােলন হামাসের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করার বিপক্ষে অবস্থান নিয়েছে ৬১% ইসরাইলি। দেশটির বেশিরভাগ নাগরিক জিম্মিদের মুক্ত করতে চলমান বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় ধাপ চালিয়ে যাওয়ার পক্ষে। সম্প্রতি এক জরিপে তাই জানা গেছে।