Web Analytics
Bangla
Loading date...
RECENT THREADS SOCIAL PAGE LOGIN

Speakers at a discussion on justice and sovereignty have alleged that Bangladesh Prime Minister Sheikh Hasina was the mastermind behind the 2009 Pilkhana massacre, executed under Indian directives. They claimed that the strength of the Border Guard Bangladesh (BGB) posed a challenge to India, leading to the elimination of its officers. Citing testimonies and evidence from victims’ families, they accused Indian-trained forces and ruling party affiliates of involvement. The discussion also called for the trial of Hasina, Sheikh Selim, Sheikh Taposh, Mirza Azam, and others. Retired Major Mohsin stated that he was dismissed for questioning Hasina’s silence on the massacre, while activist Tasnuva labeled Hasina as the orchestrator of the attack.

Card image

News Source

Jugantor 27 Feb 25

পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হাসিনা

পিলখানা হত্যাকাণ্ড, ন্যায়বিচার ও সার্বভৌমত্ব প্রশ্নে আলোচনা সভায় বক্তারা বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা। ভারতের নিদের্শনায় হাসিনার পরিকল্পনায় সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়। বিজিবি সদস্যরা সীমান্তে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। একজন বিজিবি সদস্য দশজন বিএসএফ সদস্যের সমান। বিএসএফের কাছে বিজিবি সদস্যরা আতংকের নাম। তারা প্রায়ই বিজিবি সদস্যদের কাছে পরাজিত হয়েছে। আর বিজিবির শক্তি হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা। বিজিবির কর্মকর্তারা সবাই সেনা সদস্য। ভারত শেখ হাসিনাকে দিয়ে সেই সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডে ভারতের প্রশিক্ষিত বাহিনীর সদস্যসহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সরাসরি অংশগ্রহণ করে। এর তথ্যউপাত্ত খোদ শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাক্ষ্য থেকেই উঠে এসেছে। যারা পিলখানা হত্যাকাণ্ডে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। খুনি হাসিনাসহ শেখ সেলিম, শেখ তাপস, মির্জা আজম, নানকরা প্রকাশ্যেই এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। এদেরসহ সব অপরাধীর চূড়ান্ত বিচার নিশ্চিত করতে হবে।


The ‘1 Nojor’ media platform is now live in beta, inviting users to explore and provide feedback as we continue to refine the experience.