লাখাইয়ে আ.লীগ নেতার দখলে সেচ প্রকল্প
হবিগঞ্জের লাখাইয়ে অধিকাংশ সেচ প্রকল্পই ছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে। তারা এসব প্রকল্প নিয়ে চার্জ উত্তোলনে কৃষকদের ওপর স্টিমরোলার চালিয়েছেন। নির্ধারিত চার্জের ৩-৪ গুণ বেশি চার্জ আদায় করেছেন। এসব টাকা কেউ কেউ আবার আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য সরকারবিরোধী ষড়যন্ত্রে ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে।