
তিস্তা প্রকল্পে পাল্টে যাবে উত্তরের দুই কোটি মানুষের জীবনমান
দীর্ঘদিনেও ভারতের সঙ্গে পানিবণ্টন নিয়ে জটিলতার সুরাহা না হওয়ায় তিস্তা নদীতে একটি বহুমুখী তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের মহাপরিকল্পনা নেয় বাংলাদেশ। এ প্রকল্প বাস্তবায়ন হলে একদিকে যেমন ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে না, তেমনি পুরো এলাকায় ব্যাপক পরিবর্তনের পাশাপাশি বদলে যাবে উত্তরের পাঁচ জেলার দুই কোটিরও বেশি মানুষের জীবনযাত্রা। তিস্তা নিয়ে সরকারের এ মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন সংগঠনের ব্যানারে পাঁচ জেলার বাসিন্দাদের আন্দোলন অব্যাহত রয়েছে।