
সিসা লাউঞ্জে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে রাব্বি খুন: র্যাব
রাজধানীর বনানীর ‘৩৬০ ডিগি সিসা লাউঞ্জে’ আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বি (৩১) খুন হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে র্যাব। বাহিনীটি বলছে, রাহাতের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে সিসা লাউঞ্জে আসা যাওয়া এবং লাউঞ্জের ভেতর আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। এরই জেরে রাহাতকে হত্যা করা হয়েছে বলে গ্রেফতার দুই আসামি স্বীকার করেছেন। শনিবার উত্তরা র্যাব-১-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।