
যুবক এগিয়ে এসো, আমিও তোমাদের সঙ্গে আছি পাকা চুল-দাঁড়ি নিয়ে
যুবকদের নতুন বাংলাদেশ বির্নিমাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, হে যুবক এগিয়ে এসো, আমিও তোমাদের সঙ্গে আছি পাকা চুল-দাঁড়ি এবং ভ্রু নিয়ে। দেশ গড়ার মিছিলে আমিও সামনের সারিতে থাকব। নতুন করে কুরআনের দেশ গড়তে পারে এমন যুবক তৈরির জন্য মা-বোনদের প্রতিও উদাত্ত আহ্বান জানান জামায়াত আমির।