
একুশে পদক গ্রহণকারীর সংখ্যা নির্ধারণ নিয়ে বিপাকে বাফুফে
একুশে পদক পাচ্ছে সাফজয়ী নারী ফুটবল দল। এই দলটির হয়ে কতজন পদক গ্রহণ করবেন, এই সংখ্যা নির্ধারণ করতে গিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১১ জনের নাম চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে বাফুফের কাছে চিঠি দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। কিন্তু সাফজয়ী দল ছিল ২৩ জনের। কোচ, কর্মকর্তা মিলে ছিলেন মোট ৩২ জন। তাদের মধ্য থেকে কোন ১১ জনকে একুশে পদক গ্রহণ করতে পাঠাবে বাফুফে? এ নিয়ে খুবই জটিলতার মধ্যে পড়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। কেননা ৩২ জনের তালিকা দিয়েছিল বাফুফে। সেটি কমিয়ে ১১ জনে এনেছে সংস্কৃতি মন্ত্রণালয়।