জুলাই চেতনায় বিশ্বাসীদের নিয়ে বৃহত্তর জোট গঠন করা হবে: ডা. তাহের
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আগামী নির্বাচনে জুলাই চেতনায় বিশ্বাসীদের নিয়ে বৃহত্তর জোট গঠন করা হবে। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। জোটে সব ইসলামি দল, জুলাই চেতনাকে ধারণ করে এমন সমমনা দল থাকবে। এ বিষয়ে আলেম-ওলামা ও ইসলামী রাজনীতিকদের ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচন যত কাছে আসবে, আমাদের এ প্রক্রিয়া তত দৃশ্যমান ও সুসংগঠিত হবে।