বিএনপি ও গণঅধিকারের পরিষদের উত্তেজনায় ২ উপজেলায় ১৪৪ ধারা জারি
বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যকার চলমান উত্তেজনার জেরে পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলার পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ শুক্রবার সকাল ৮টা থেকে আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত এই ১১৪ ধারা বলবৎ থাকবে। সকালে গলাচিপা ও দশমিনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।