
মামদানিকে কেন আক্রমণ করছে যুক্তরাষ্ট্রের হিন্দুত্ববাদীরা
নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রাইমারিতে ‘বিস্ময়কর’ জয় পেয়ে এক নতুন বাস্তবতা সৃষ্টি করেছেন মুসলিম প্রার্থী জোহারান মামদানি। প্রগতিশীল এজেন্ডা—যেমন শহরজুড়ে ভাড়া স্থগিত, ট্যাক্স অর্থে শিশু যত্ন এবং দ্রুত ও নিখরচা বাস পরিষেবা—নিয়ে তিনি নির্বাচনে লড়েন এবং ২৫ জুন নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে মেয়র নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত হন।