
গাজীপুরে শ্রমিক নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ, আহত ১০
গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় নারী পোশাক শ্রমিক সাবিনা ইয়াসমিন (২৯) নিহত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে ক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিক ও স্থানীয়দের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়।