
ড. ইউনূস ও পোপ ফ্রান্সিসের লড়াই ছিল একই সূত্রে গাঁথা: ইতালির গণমাধ্যম
ড. ইউনূসকে ‘দারিদ্র্যের ব্যাংকার এবং নিপীড়িতদের পোপ’ আখ্যা দিয়ে ইতালির গণমাধ্যম রাই নিউজ লিখেছে, ইউনুস এবং বার্গোলিও’র (পোপ ফ্রান্সিস) লড়াই ছিল একই সূত্রে গাঁথা— অসমতার বিরুদ্ধে, নিচু তলা থেকে উন্নয়নের সূচনা এবং একটি আরও ন্যায়সঙ্গত পৃথিবী গড়ে তোলার প্রচেষ্টা।