
পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাবে না ইরান
মার্কিন হামলার পরও জাতিসংঘের পারমাণবিক চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে না বলেই জানিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি ঘোষণা দিয়েছেন, তেহরান জাতিসংঘের নিউক্লিয়ার নন-প্রলিফেরেশন চুক্তি (এনপিটি)-এর ‘প্রতিশ্রুতিবদ্ধ সদস্য’ হিসেবে থাকবে।