গাজীপুরে সেই নাটক মঞ্চস্থ, সাংবাদিকদের অনুরোধ ফারুকীর: সেনসেশন তৈরি করার জন্য ভুলভাল কিছু লিখবেন না
অশ্লীল নৃত্য ও মাদকের অবাধ আসর বসানোর অভিযোগ এনে গাজীপুরের কাপাসিয়ায় মঞ্চনাটক ‘আপন-দুলাল’ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল স্থানীয় মুসল্লিদের বিরুদ্ধে। এ নিয়ে বেশ কিছু গণমাধ্যমে খবর প্রচারিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে এরপরই বেরিয়ে আসে প্রকৃত সত্য। খোদ বিভাগীয় উপদেষ্টা জানান, প্রকাশিত খবর সত্য নয়। বরং নাটক বন্ধের কারণ অন্য। সেই সঙ্গে তিনি জানান, নাটকটি শনিবার মঞ্চস্থ হবে।