নগরভবন কবে খুলবে জানে না কেউ, ঈদে বর্জ্য অপসারণ বড় চ্যালেঞ্জ
সতেরো দিন ধরে বন্ধ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয়সহ ১০টি আঞ্চলিক কার্যালয়। এতে ভেঙে পড়েছে নগর সেবা কার্যক্রম। কবে খুলবে নগরভবন সেই উত্তর নেই কারো কাছে। এর মধ্যে কুরবানির ঈদ আসন্ন হওয়ায় হাট ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণ নিয়ে দেখা দিয়েছে জটিলতা।